কারিগরির ১৯৯ শিক্ষক এমপিওভুক্ত


প্রকাশিত: ০৪:১২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

কারিগরি অধিদফরের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১৯৯ জন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (পিআইউ) আনম সালাহ উদ্দীন খান সাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, অসাবধানতাবশত কোনরূপ ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন যোগ্য।

তবে এএমপিওভুক্তির ক্ষেত্রে কোনো শিক্ষকের জাল সনদ, ভুয়া নিবন্ধন ও প্রশিক্ষণ সনদসহ অন্য কোনো তথ্য ভুয়া পরিলক্ষিত হলে এমপিও স্থগিত বা বাতিল করা হবে। ভোকেশনালে একশ’ জন ও বিএম প্রতিষ্ঠানের ৯৯ জন শিক্ষককে এমপিও প্রদান করা হয়েছে।

এনএম/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।