বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৪ জন


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাতী আইনজীবী ফোরামের দুই সভাপতি প্রার্থীসহ চারজনের প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন উপ-পরিষদ।

এর আগে রোববার মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী সাইফুল আলম গিয়াস ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী আবুল কালামসহ ওই দুই প্যানেলের বিভিন্ন পদের ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।  

এনিয়ে সোমবার দিনভর জেলা আইনজীবী সমিতি ভবনে উত্তেজনা চলছিল। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ সকালে প্রতিবাদ সভা করে বলেন, আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীদের বিনা প্রতিদ্বিন্দ্বিতায় বিজয়ী করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে প্রতিদ্বিন্দ্বি সভাপতি প্রার্থীসহ অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের প্রার্থিতা পুনর্বহাল করা না হলে আন্দোলন ও আইনি লড়াইয়ে যাওয়ার হুমকি দেন দুই সংগঠন নেতৃবৃন্দ। উত্তেজনার মধ্যে বিকেল ৪টায় চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন উপ-পরিষদ।

নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. ভানু রঞ্জন দাস বলেন, চেম্বার ভাড়া বকেয়া থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী অ্যাড. আবুল কালাম আজাদ এবং বরিশাল আইনজীবী সমিতিতে যোগদানের দিনক্ষনণ ভুল উল্লেখ করায় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী অ্যাড. সাইফুল আলম গিয়াসের প্রার্থিতা বাছাইয়ে বাতিল করা হয়। প্রায় একই অভিযোগে দুই প্যানেলের আরো সাতজনের প্রার্থিতা বাতিল হয়।

বাতিল হওয়া প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র যাছাই করে বিকেলে দুই সভাপতি প্রার্থীসহ চারজনের প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে। বিকালে তিন প্যানেল থেকে মোট ৪৩ প্রার্থীর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন উপ-পরিষদ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, তিনি নির্ধারিত সময়ে আগেই চেম্বার ভাড়া পরিশোধ করার পরও রহস্যজনক কারণে রোববার তাকে টাকা গ্রহণের রশিদ দেয়া হয়েছে। এ সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনিসহ প্যানেলে চার প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। এর বিরুদ্ধে আবেদনের পাশাপাশি তারা আইনজীবী সমিতি কার্যালয়ে প্রতিবাদ সভা করে আল্টিমেটাম দিলে তাদের প্রার্থিতা পুনর্বহাল করা হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. দেলোয়ার হোসেন দিলু বলেন, একটি মহল আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছিল। তাদের আন্দোলনে ওই ষড়যন্ত্র ভঙ্গ হয়ে গেছে।

সাইফ আমীন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।