উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঋষিপল্লীতে অগ্নিসংযোগ


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

স্কুলছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় যশোরের মনিরামপুর উপজেলার ঋষিপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা ঋষিপল্লীতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।

ঋষিপল্লীর বাসিন্দারা জানান, পাড়ালা ঋষিপল্লীর অজিত দাসের মেয়ে জয়ন্তী দাস, নিতাই দাসের মেয়ে শিল্পী দাস এবং পাড়ালা গ্রামের ইউনুচ আলীর মেয়ে রাজিয়া খাতুন সাতগাতী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বিভিন্ন সময় তাদের উত্ত্যক্ত করে আসছেন বাহিরঘরিয়া গ্রামের ইব্রাহিম হোসেন, পাড়ালা গ্রামের মামুন ও রিমন। ওই ছাত্রীরা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানায়। গত বুধবার স্কুল ম্যানেজিং কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করে।

কিন্তু অভিযোগের বিষয়টি জানাজানি হলে শনিবার বিকেলে ইব্রাহিমের নেতৃত্বে ৩০/৩৫ জন সন্ত্রাসী লাঠি সোঠা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে ঋষিপল্লীতে হামলা চালায়। এক পর্যায়ে তারা ঋষিপল্লীর গোবিন্দ, মুকুন্দ ও নীলপদ দাসের ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।

হামলায় আহত হন, ঋষিপল্লীর গোবিন্দ দাস, মুকুন্দ দাস, জিতেন্দ্র দাস, পূর্নিমা দাস, জয়দেব দাস, সকালী রানী দাস, অধির দাস, নীল কুমার দাসসহ অন্তত ১৫ জন। আহতরা মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম জানান, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে নেহালপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্কুলছাত্রী উত্যক্তের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।