মেরিন একাডেমিতে ভর্তি আবেদনের শেষ সময় ৩১ জুলাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৭ জুলাই ২০২২

বাংলাদেশ মেরিন একাডেমি (বিএমএ) চট্টগ্রামসহ সরকারি/বেসরকারি মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ২০২২-২৩ সেশনে ভর্তির জন্য অনলাইনে আবেদনপপত্র আহ্বান করেছে নৌপরিবহন অধিদপ্তর। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ৩১ জুলাই।

রোববার (১৭ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীকালে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট www.dos.gov.bd এর মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন নির্দেশিকা ওয়েবসাইটে দেওয়া আছে। প্রয়োজনে ০১৮১০০০১১৯০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

বিএমএ চট্টগ্রাম, পাবনা, বরিশাল, রংপুর, সিলেট ও মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রামসহ ঢাকার বেসরকারি ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি ও চট্টগ্রামের ম্যাস মেরিন একাডেমির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ২০২২-২৩ সেশনে ৫৯০টি আসন রয়েছে। ২৫টি নারী আসনসহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ৪৩০টি। এর মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে নারী আসন রয়েছে ২০টি ও মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রামে নারী আসন ৫টি। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ১৬০টি।

আরএমএম/এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।