আগুনে পুড়লো কওমি মাদরাসা


প্রকাশিত: ০৬:২৬ এএম, ২৯ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

মাদারীপুরের শিবচরে মোহাম্মদিয়া ফয়জুল উলুম কওমি মাদরাসা পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুনে মাদরাসার সকল আসবাবপত্র ও বইপুস্তক পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার বাহাদুরপুর বেপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শিবচর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে বাহাদুরপুর বেপারী বাড়ির মোহাম্মদিয়া ফয়জুল উলুম কওমি মাদরাসা এবং এতিম খানার সম্পূর্ণ  অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এতে কমপক্ষে ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা দাবি করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. লিয়াকত হোসেন ঢালী জানান, ভোরে আকস্মিক ভাবে মাদরাসায় আগুন লেগে যায়। এতে পবিত্র কোরঅান শরীফসহ মাদরাসার সকল মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
এ কে এম নাসিরুল হক/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।