প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক


প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষক নেতারা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষকদের দাবির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।  

বৈঠক সূত্র জানায়, ৮ম বেতন স্কেল নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর নেতৃবৃন্দের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলালউদ্দিন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।

সূত্র আরো জানায়, সবিচদের সঙ্গে শিক্ষক নেতাদের উত্থাপিত প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হয়েছে। দাবি বাস্তাবায়নে এই আলোচনা অব্যাহত থাকবে এবং সমস্যার একটি সন্তোষজনক সমাধান হবে বলে উভয়পক্ষ দাবি করেছে।

এনএম/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।