কলেজশিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

কর্মবিরতি প্রত্যাহার করতে সরকারি কলেজের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসেন।

তবে সরকার দাবি পূরণের আশ্বাস দিলেই আন্দোলন থেকে সরে আসবেন বলে জানিয়েছেন বিসিএস শিক্ষা সমিতির নেতারা।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে এক ঘণ্টাব্যাপী সচিবালয়ে শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক শেষে শিক্ষকরা এ কথা জানান।

শিক্ষাসচিব মো. সোহরাব হোসেনের সঙ্গে আন্দোলনরত কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক নাসরীন বেগম ও মহাসচিব আইকে সেলিম উল্লাহ খোন্দকার বৈঠক করেন।

বৈঠকের পর শিক্ষাসচিব সাংবাদিকদের বলেন, তারা লিখিতভাবে দাবি নিয়ে এসেছিলেন, সেটা পরীক্ষা-নিরীক্ষা করবো, অনুরোধ করেছি আন্দোলন প্রত্যাহারের জন্য। তারা মোটামুটি সম্মত হয়েছেন।

বৈঠকের পর অধ্যাপক নাসরীন বেগম বলেন, শিক্ষাসচিব তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিকেলে সমিতির সাধারণ সভায় পরবর্তী আন্দোলন কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, অষ্টম পেস্কেলে সিলেকশন গ্রেড, টাইম স্কেল পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা গত মঙ্গলবার থেকে তিন দিনের কর্মবিরতি পালন করছেন।

এনএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।