বান্দরবানে দুই দিনব্যাপি স্বাস্থ্য মেলা শুরু


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

বান্দরবানেল নারীবান্ধব হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপি স্বাস্থ্য মেলা শুরু হয়েছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর‘ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার বান্দরবান সদর হাসপাতাল চত্বরে এ মেলার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মার্মা।

নারীপক্ষ, অনন্যা কল্যাণ সংগঠন ও ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে এ মেলার আয়োজন করে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, সদর উপজেলা ভাইস চেয়রম্যান ওয়াইচিং প্রুসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা নারীবান্ধব হিসেবে হাসপাতালে নারী ও শিশু মৃত্যুর হার কমানো, গর্ভবতী মায়ের সুরক্ষা, পুষ্টি, নিরাপদ গর্ভধারণ, নবজাতক শিশুর পরিচর্যা, বুকের দুধের উপকারিতা প্রচার, ক্যান্সার রোগীকে সেবাসহ মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে বলে মত দেন।

স্বাস্থ্য মেলায় প্রায় ২০টি দোকান স্টল অংশ নেয় । আগামীকাল মঙ্গলবার বিকেলে শেষ হবে এ মেলা ।

সৈকত দাশ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।