চিরকুটে উর্মিলাকে নিশোর প্রেম নিবেদন


প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৪ জানুয়ারি ২০১৬

বন্ধুর বার্থডে পার্টিতে গিয়ে উর্মিলাকে দেখে প্রেমে পড়ে যায় নিশো। মনে মনে উর্মিলাও হাবু ডুবু খায় নিশোর প্রেমে। কিন্তু কেউ কাউকে বলতে পারে না। একদিন কাকতলীয়ভাবে বাস স্ট্যান্ডে তাদের দেখা হয় এবং কথা হয়। এরপর থেকে নিয়মিতই দেখা হতে থাকে তাদের।

কিন্তু তবুও ভালোবাসার কথা বলা হয়ে ওঠে না। একপর্যায়ে উর্মিলাকে চিরকুট লিখে প্রেম নিবেদন করে নিশো। সাথে লিখে দেয়, উর্মিলা যদি তাকে প্রত্যাখান করে তাহলে সে আর কখনো তার সামনে আসবে না। উর্মিলা তাকে ফিরিয়ে দিতে চায়ও না। তবু সুক্ষ এক জটিলতা শুরু হয়। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটক ‘চিরকুট’-এর গল্প।

তানিম পারভেজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, উর্মিলা, কোয়েল, অনিসহ আরও অনেকে।

২৫ জানুয়ারি, সোমবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে বিরতিহীনভাবে প্রচারিত হবে নাটকটি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।