বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো অনুপাতে শিক্ষার্থী ভর্তি করতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ৩১ মে ২০২২
বিইউবিটির সমাবর্তনে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করে শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো অনুপাতে শিক্ষার্থী ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুপাত হারের বেশি শিক্ষক-শিক্ষার্থী থাকলে নানান ধরনের অনিয়ম ও অপরাধ সংঘটিত হতে পারে বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ধারণক্ষমতার সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থী ভর্তি করতে হবে। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করালে অনিয়ম ও অপরাধ সংঘটিত হওয়ার শঙ্কা থাকে।’

মঙ্গলবার (৩১ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। চ্যালেঞ্জ মোবাবিলায় প্রস্তুতি নিতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলার হাতিয়ার হচ্ছে শিক্ষা। আধুনিকভাবে শিক্ষাকে সাজানো হচ্ছে। মুখস্তনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে আনন্দনময় শিক্ষা দরকার। যে শিক্ষায় শিক্ষার্থীরা আনন্দ পাবে, আবার মনেও রাখতে পারবে।

সমাবর্তন বক্তা সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘দেশে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ালেও সেখানে ঠিকমতো পড়ালেখা হচ্ছে না। গবেষণা থেকে সবাইকে দূরে সরে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হচ্ছে সরকারের ইচ্ছায়। এটা থেকে বেরিয়ে আসতে হবে। জ্ঞানী ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। তবেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞানর্চচা সম্ভব হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউজিসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, বিইউবিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক বক্তৃতা করেন।

সমাবর্তনে তিন হাজার ৩১১ জন গ্রাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। এরমধ্যে বিশেষ কৃতিত্বের জন্য ছয়জনকে স্বর্ণপদক দেওয়া হয়।

এমএইচএম/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।