স্বাস্থ্য সহকারীদের পদ মর্যাদা দূর হবে


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৬

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের তৃণমূল স্বাস্থ্যসেবাকে বিশ্বমানে পৌঁছানোর ক্ষেত্রে স্বাস্থ্য সহকারীরা ভূমিকা রাখছেন। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বাস্থ্যখাতে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি)-৪ অর্জনে সক্ষম হয়েছে। সরকারের মানবসম্পদ উন্নয়নে স্বাস্থ্য সহকারীদের ভূমিকা প্রশংসনীয়।

শুক্রবার দুপুরে নগরীর শাহী ঈদগাহে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন বিভাগীয় কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টেকনিক্যাল পদ মর্যাদা ও বেতন বৈষম্য দূরীকরণের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বেতন বৈষম্য ও টেকনিক্যাল গ্রেডে উন্নীত করার ব্যাপারে স্বাস্থ্য সহকারীদের দাবি যৌক্তিক। স্বাস্থ্য সহকারীরা দাবি আদায়ে পেশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। এ জন্য আপনাদের ধন্যবাদ। স্বাস্থ্য সহকারীরা পিছিয়ে থাকার কোনো যৌক্তিকতা দেখিনা। অচিরেই এ দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল­াহ আল আনসরীর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. গৌরিমনি সিনহা, উপ-পরিচালক স্বাস্থ্য ডা. নাছির উদ্দিন ভূঁইয়া, সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, হবিগঞ্জের সিভিল সার্জন দেবপদ রায়, মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী প্রমুখ।

ছামির মাহমুদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।