আয়ারল্যান্ড দলে চামিন্দা ভাস


প্রকাশিত: ০৬:৪২ এএম, ২২ জানুয়ারি ২০১৬

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাসকে দলের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টির মধ্য দিয়ে দায়িত্ব নিবেন তিনি।

এদিকে, দায়িত্ব পেয়ে ভাস জানিয়েছেন, আয়ারল্যান্ড দলে বেশ কিছু মেধাবী ও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। যাদের সঙ্গে কাজ করা উপভোগ্য হবে বলে মনে করেন তিনি। এর আগে ২০১২ সালে স্বল্প সময়ের জন্য নিউজিল্যান্ড দলের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ভাস।

তাছাড়া, ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের এপ্রিল মাস পর্যন্ত শ্রীলঙ্কা দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে, টেস্টে ৩৫৫ ও ওয়ানডেতে ৪০০ উইকেট শিকার করা এই বাঁহাতি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।