‘রাজনীতিতে অসুস্থতা বিরাজ করছে’
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তবে রাজনীতিতে অসুস্থতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ আজ ভারতে চেয়ে অনেক সূচকে এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আমরাও এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের রাজনীতিতে অসুস্থতা রয়েছে। কিছু লোকের কারণে রাজনীতিতে এই অসুস্থতা বিরাজ করছে। এই নোংরা চিন্তা করা মানুষের সংখ্যা এক শতাংশেরও কম।
মেয়র বলেন, চলতি মাসই ঢাকা শহরের ২৭৫টি রাস্তা সংস্কারের আওতায় আনা হবে। পাশাপাশি একুশে ফেব্রুয়ারির থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ শাহবাগ থোকে বাংলামোটরের রাস্তায় এলইডি লাইট লাগোনো হবে। তাছাড়া শহররের স্ট্রিট লাইটগুলো এলইডিতে পরিণত করার জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সাঈদ খোকন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দাক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে হওয়ায় এই সিটি কর্পোরেশনের গুরুত্ব ও আকর্ষণ অনেকগুণ বেড়েছে। এই বিশ্ববিদ্যালয় থেকে শুধু ঢাকা শহর নয় সাড়া বাংলাদেশ আলোকিত হয়ে চলছে বছরের পর বছর যুগের পর যুগ।
তিনি আরও বলেন, একজন মেয়র বা তার অফিসের গুটি কয়েকজন কর্মচারী কর্মকর্তা দিয়ে এই শহরকে বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। তাই আমাদরে শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের সবাইকে মেয়রের ভূমিকা পালন করতে হবে।
সাঈদ খোকন আরও বলেন, শহরটাকে ঘরের মত দেখতে হবে। আমরা যতটানা ঘরে থাকি তার চেয়ে বেশি শহরেই সময় ব্যয় করি। তাই ঘরের চাইতে শহরটাকেই আগে পরিষ্কার করতে হবে। আমরা ঘরের যেভাবে যত্ন নিই সেভাবে আমাদের শহরেরও যত্ন নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে রাজধানী ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে “পরিচ্ছন্ন বছর ২০১৬: পরিষ্কার পরিচ্ছন্নতা” অভিযান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদ প্রমুখ।
এমএইচ/এসকেডি/পিআর