নেইমারের মূল্য ৪০০ মিলিয়ন ইউরো
দিন কয়েক আগেই নেইমার ইঙ্গিত দিয়েছিলেন বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করার। কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউও জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তির আলোচনা চলছে। যদিও বাতাসে এখন শোনা যাচ্ছে অন্য সুর। ফরাসী ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) সম্প্রতি ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে দলে টানার চেষ্টা করছে। তবে স্প্যানিশ গণমাধ্যম গুলো বলছে বার্সেলোনা থেকে তাকে দলে ভেড়ানোর জন্য খরচ করতে হবে অন্তত ৪০০ মিলিয়ন ইউরো।
সংবাদ মাধ্যম গুলো বলছে, পিএসজি নেইমারের জন্য প্রতি মৌসুমে যদি ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক প্রস্তাব করতে পারে তবেই কোন চুক্তির আশা করা যেতে পারে। সেক্ষেত্রে একজনের পেছনেই তাদের খরচ করতে হবে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো।
উল্লেখ্য, বর্তমানে ২০১৮ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। বার্সা কর্তৃপক্ষও তাকে ধরে রাখতে চাইছে। সেই কারণে চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বর্ধিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
এমআর/এমএস