গুলশান হোটেলে গ্রেনেড হামলা মামলায় দু’জনের সাক্ষ্যগ্রহণ


প্রকাশিত: ১১:২৮ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

সিলেট নগরের গুলশান হোটেলে গ্রেনেড হামলা মামলায় গিরিশ চন্দ্র ও মানিক মিয়া নামের দুই জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবার দুুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইফতেখার বিন আজিজ তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সাক্ষ্যগ্রহণ উপলক্ষ্যে এ মামলার আসামি হরকাতুল জিহাদ (হুজি) নেতা মাওলানা দেলোয়ার হোসেন ওরফে রিপন, জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নেতা আব্দুল আজিজ ওরফে হানিফ ও মাঈদুল ইসলাম ওরফে হৃদয়সহ ছয় জঙ্গিকে আদালতে হাজির করা হয়।

পরে তাদের উপস্থিতিতে আদালত দুজনের সাক্ষ্য নেন। বিশেষ ক্ষমতা আইনে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে দায়রা ৭৪/২০১৩ নম্বরে রেকর্ডভুক্ত হয়ে ২০১৫ সালের ১৫ জুন থেকে এই আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
 
প্রসঙ্গত, ২০০৪ সালের ৭ আগস্ট নগরের তালতলায় অবস্থিত হোটেল গুলশানে আওয়ামী লীগের সভা শেষে নেতাকর্মীরা বেড়িয়ে এলে তাদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম নিহত হন।

আহত হন তৎকালীন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজসহ অর্ধ শতাধিক নেতাকর্মী। ভাগ্যক্রমে রক্ষা পান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

ওই গ্রেনেড হামলায় আহতদের দেখতে সিলেট ছুটে আসেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ হামলার প্রতিবাদ-আন্দোলনে অগ্নিগর্ভা হয়ে উঠেছিল সিলেট।

ছামির মাহমুদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।