ইউজিসির সঙ্গে ২৭ বিশ্ববিদ্যালয়ের চুক্তি


প্রকাশিত: ০১:১০ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি এসিউরেন্স মেকানিজম প্রতিষ্ঠার লক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে। মঙ্গলবার বিকেলে ইউজিসি অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষরিত হয়।

উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্তর সভাপতিতে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ইউজিসি এবং ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মো. মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন- কোয়ালিটি এসিউরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।

ইউজিসি’র পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইউজিসি সচিব ড. মো খালেদ। অনুষ্ঠানে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের পরিচালক এবং ইউজিসি, বিশ্ব ব্যাংক ও হেকেপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইউজিসি সূত্র জানায়, ২৭ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবলিক ১১টি এবং প্রাইভেট ১৬টি। তৃতীয় রাউন্ডে ২৭ বিশ্ববিদ্যালয়ে মোট উপ-প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি টাকা।

যে ২৭টি বিশ্ববিদ্যালয় চুক্তি স্বাক্ষর করে সেগুলো হলো : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, লিডিং ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি চিটাগাং, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, শান্তমারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।

 এনএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।