ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নিতে নিবন্ধন করুন


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

সামাজিক সমস্যা সমাধানে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেছে সরকার। তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম ১০টি সামাজিক সমস্যা সমাধানের প্রেক্ষিতে ‘Solve-A-Thon’ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। বিস্তারিত জানতে ক্লিক করুন।

যার প্রাথমিক রাউন্ড আয়োজিত হবে ডিজিটাল ইনোভেশন ফেয়ার’ ১৬ এর জেলা পর্যায়ের মেলাগুলোতে। এ মেলায় অংশ নিতে নিবন্ধনের জন্য যাবতীয় তথ্য পেতে ক্লিক করুন এখানে

বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ ভাগেরও বেশি জনগণ তরুণ। এই বিশাল সম্ভাবনাময় জনগোষ্ঠী দেশের সমস্যা সমাধানে বিশাল ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরই প্রেক্ষিতে এই প্রতিযোগিতার আয়োজন।

অংশগ্রহণের নিয়মাবলি :

বিশ্ববিদ্যালয় পড়ুয়া যেকোনো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে অনধিক ৪ সদস্যের টিম তৈরি করতে পারবে।

একজন শিক্ষককে অবশ্যই অংশগ্রহণকারী দলের ‘পরামর্শদাতা’ হিসেবে থাকতে হবে ।

এটুআই প্রোগ্রামের ওয়েবসাইটে অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি ও নিবন্ধন এর অনলাইন ফর্ম পাওয়া যাবে।

মূল্যায়ন কার্যক্রম :

প্রস্তাবিত ১০টি নাগরিক সমস্যা থেকে যেকোনো একটি নাগরিক সমস্যার সমাধান নিয়ে একটি দল কাজ করতে পারবে এবং জেলা উদ্ভাবনী মেলাতে অবশ্যই প্রাথমিক প্রোটোটাইপ প্রদর্শন করতে হবে।

জেলা প্রশাসকের নেতৃত্বে উদ্ভাবন মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে যেখানে ইনোভেশন সার্কেল এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ডোমেইনের বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকবেন।

মূল্যায়ন কার্যক্রমে এটুআই প্রতিনিধি উপস্থিত থাকবেন।

বিচারকদের মূল্যায়নের প্রেক্ষিতে অনধিক ৩টি দলকে বিভাগীয় মেলা অথবা দ্বিতীয় রাউন্ডের জন্য মনোনীত করা হবে।

এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।