সুনামগঞ্জে প্রেমের বলি হলো যুবক


প্রকাশিত: ১০:৪৭ এএম, ১১ জানুয়ারি ২০১৬

সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি গ্রামে প্রেমঘটিত বিষয়ের জের ধরে প্রতিপক্ষের ছুরির আঘাতে ইয়াকুব আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি গ্রামের মৃত আজমত আলির ছেলে। ওই ঘটনায় গুরুতর আহত হয় একই গ্রামের মাহমুদ আলির ছেলে সুলতান। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে মাইজবাড়ি গ্রামের ভেতরে কালভার্টের পাশ থেকে দুইজনের চিৎকার শুনতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে ইয়াকুবের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

এদিকে, হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় শহরের নতুন হাছননগর এলাকার শফিকুল ইসলাম নামের এক যুবককে পুলিশে দিয়েছে জনতা। রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত বাদল মিয়া ও জাকির হোসেন নামের অপর দুই যুবককে আটক করে পুলিশ। তাদের বাড়ি জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর কাইতকান্দা গ্রামে। তাদের তিনজনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সুনামগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমঘটিত ঘটনার জেরে হত্যাকাণ্ড ঘটনানোর কথা বলেছে গ্রেফতাররা। তিনি বলেন, এই ঘটনায় নিহতের বড়ভাই হযরত বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রোববার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।