শাবিতেও চলছে শিক্ষকদের কর্মবিরতি


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১১ জানুয়ারি ২০১৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ এবং অসঙ্গতি দূরীকরণের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কর্মবিরতি পালন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে এ কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সোমবার সকাল আটটা থেকে এ কর্মসূচি শুরু হয়।
শিক্ষকদের এ কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। সব বিভাগেই ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্য়ক্রম।

এ বিষয়ে শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল গনি বলেন, কঠোর আন্দোলনে যাওয়ার আগে আমরা সরকারকে আটমাস তাদের সময় দিয়েছি। বেতন-ভাতা নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের একটা মর্যাদা ছিল, সেটা নামিয়ে দেয়া হয়েছে। শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন তিনি।

আব্দুল্লাহ আল মনসুর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।