ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি শুরু


প্রকাশিত: ০৮:০৭ এএম, ১০ জানুয়ারি ২০১৬

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মুল শাখায় ১ম শ্রেণির বাংলা ও ইংরেজি মাধ্যমের প্রভাতি শাখায় ভর্তির জন্য লটারিতে উত্তীর্ণদের আজ রোবাবার থেকে ১২ জানুয়ারি সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত ভর্তি চলবে। দিবা শাখার বাংলা ও ইংরেজি মাধ্যমে দুপুর ১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভর্তি চলবে। বাংলা মাধ্যমে ভর্তির জন্য ৭ হাজার ৬শ’ ও ইংরেজি মাধ্যমে ৮ হাজার ৭৫০টাকা পরিশোধ করতে হবে। সোনালী ব্যংক লিমিটেড ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ শাখায় সমপরিমান অর্থ পরিশোধ করে ফরম সংগ্রহ করতে হবে।

লটারিতে উত্তীর্ণদের কেউ ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। শূন্য আসনে ১৩ জানুয়ারি প্রভাতি শাখার বাংলা মাধ্যমে সকাল ৯টা হতে ১২টা পর্যন্ত, প্রভাতি শাখার ইংরেজি মাধ্যমে ৯টা হতে ১২টা পর্যন্ত, দিবা শাখার বাংলা মাধ্যমে ১টা হতে ৪টা পর্যন্ত, দিবা শাখার ইংরেজি মাধ্যমে দুপুর ১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একই ব্যাংকে সমপরিমান অর্থ জমা দিয়ে ফরম সংগ্রহ করতে হবে।

ছাত্রীদের ভর্তির সময় মূল প্রবেশ পত্র সঙ্গে আনতে হবে। এছাড়া যারা কোটায় নির্বাচিত হয়েছে তাদের কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে হবে। ভর্তির ক্ষেত্রে ছাত্রীর ২ কপি স্টাম্প সাইজ ছবি ও জন্ম নিবন্ধন সনদ। বাবা-মার ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ভর্তি ফরমের সঙ্গে জমা দিতে হবে। ১৭ জানুয়ারি থেকে ১ম শ্রেণির ক্লাস শুরু হবে।

এনএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।