রাজনীতি ছাড়ছেন না.গঞ্জ নগর বিএনপির সভাপতি
নাশকতার মামলায় দীর্ঘদিন কারাবন্দী থাকা গুরুতর অসুস্থ নারায়ণগঞ্জ নগর বিএনপির সভাপতি, সাবেক পৌর কমিশনার জাহাঙ্গীর আলম রাজনীতি ছাড়ছেন। তিনি সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাহাঙ্গীর আলম রাজনীতি ছাড়ার বিষয়ে শিগগিরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে লিখিতভাবে জানাবেন।
রোববার রাতে এ প্রতিবেদককে জাহাঙ্গীর আলম জানান, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। কারাবন্দী অবস্থাতেও তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয়েছে। তার শরীরে একাধিকবার অস্ত্রোপচারও হয়েছে। গত ২১ ডিসেম্বর থেকে তিনি দীর্ঘদিন উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন।
রাজনীতি থেকে অবসর নেয়া প্রসঙ্গে তিনি বলেন, পরিবার-পরিজন ও শুভান্যুধায়ীদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই রাজনীতি থেকে অবসরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তাকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
এছাড়া খুব শিগগিরই তিনি দলের চেয়ারপারসন, মহাসচিব, জেলা কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের কাছে বিস্তারিত জানিয়ে অব্যাহতির আবেদন দেবেন। একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সবাইকেও লিখিতভাবে অবসরের বিষয়টি জানাবেন।
জানা গেছে, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলা ও নাশকতার পাঁচ মামলায় দীর্ঘদিন কারাবন্দী ছিলেন জাহাঙ্গীর আলম। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে আক্রান্ত রয়েছেন। গত ৯ ডিসেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্তি লাভ করেন।
মো. শাহাদাত হোসেন/বিএ