সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী রনি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা আবিষ্কার আবু হায়দার রনি। ২১ উইকেট নিয়ে যেমনি এই বাঁ-হাতি পেসার হয়েছেন টুর্নামেন্টে দ্বিতীয় সেরা বোলার, তেমনি দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছেন দারুণ ভূমিকা। তার এ দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছে নির্বাচকদেরও। ইতোমধ্যেই প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন তিনি। তবে মূল দলে জায়গা পাবেন কি না এমন প্রশ্নে রনি জানান, সুযোপ পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
প্রাথমিক দলে জায়গা পাওয়া নিয়ে রনি বলেন, ‘জাতীয় দলে এখন যারা খেলছেন তারা সবাই খুবই ভালো করছেন। তাই মূল দলে জায়গা করে নেওয়া আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি আশাবাদী, এই চ্যালেঞ্জে জয়ী হতে পারব। চেষ্টা আর পরিশ্রম দিয়ে নির্বাচকদের মন জয় করতে চাই। আসলে ছোটবেলা থেকেই আমার স্বপ্ন জাতীয় দলে খেলার।’
রনি নিজেও ভাবেননি বিপিএলে এতটা ভালো করতে পাড়বেন। তবে তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল। বিপিএলে সুযোগ পেলে নিজেকে মেলে ধরার প্রতিজ্ঞা করেছিলেন এই বাঁ-হাতি। ভালো করার আপ্রাণ চেষ্টা ছিল বলেই সাফল্যও পেয়েছেন বলে জানান এ তরুণ।
প্রাথমিক দলে জায়গা করে নেয়ার পর এখন তার স্বপ্ন জাতীয় দলে স্থান করে নেওয়ার বলে জানান রনি। স্বপ্নের এত কাছাকাছি এসে স্বপ্নটা অপূর্ণ রাখতে চাননা এই তরুণ। কঠোর পরিশ্রম দিয়ে দলে জায়গা করে নিবেন বলেও জানান হালের এই নতুন সেনসেশন।
আরটি/আইএইচএস/আরআইপি