জেএসসির সনদ প্রদানের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৭ এএম, ২১ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদ দিতে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী ফরম পূরণ করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত ১১ ডিসেম্বর থেকে জেএসসির ফরম পূরণ শুরু হয়। চলার কথা ছিল ২০ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলামের সই করা একটি অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, ২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না।

করোনা পরিস্থিতির কারণে এবার জেএসসি পরীক্ষা না নিয়ে অটো পাস দেওয়া হয়। অটো পাস হলেও শিক্ষার্থীদের দেওয়া হবে সনদ। আর সেই সনদ পেতে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

এমএইচএম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।