৪৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল পরীক্ষায় এবার সারা দেশে মোট ৮ হাজার ৫৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করলেও ৪৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ ফেল করেছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এবার সারা দেশে ১৯ হাজার ৪৬৭টি স্কুল এবং ৯ হাজার ৮০টি মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৭৯৯টি স্কুলের এবং ২ হাজার ৭৮৪টি মাদরাসার শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অপর দিকে ২৩টি স্কুলের এবং ২০টি মাদরাসার শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে।
এনএম/একে/পিআর