পুনঃনির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

পুনঃনির্বাচন দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, গতকাল (বুধবার) সারাদেশে ২৩৪টি পৌরসভায় যে নির্বাচন হয়েছে তা ছিল কেন্দ্র দখল, পেশি শক্তি প্রদর্শন ও ব্যালট ছিনতাইয়ের নির্বাচন। এই নির্বাচন জনগণ মানে না। বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছিল না, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন নি। এরূপ নির্বাচন জনগণের কাছে কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি পৌরসভা নির্বাচনে সংঘটিত সকল অনিয়ম ও অব্যবস্থাপনার সুষ্ঠু তদন্তপূর্বক পুনঃনির্বাচনের দাবি জানান।

তিনি আরো বলেন, এই তামাশার নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সকল নির্বাচন অনুষ্ঠান ইসলামী আন্দোলনের দাবি।

পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা গাজী আতাউর রহমান, নগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে মুফতী সৈয়দ ফয়জুল করীম আরো বলেন, ইসলামী আন্দোলন নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকায় চরমভাবে হতাশ। এ জাতীয় তামাশার নির্বাচন আয়োজন করে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের কোনো প্রয়োজন নেই।

এএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।