জেএসসি ও জেডিসিতে পাসের হার ৯২ দশমিক ৩৩ ভাগ

শিক্ষা ডেস্ক
শিক্ষা ডেস্ক শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় গড় পাসের হার ৯২ দশমিক ৩৩  ভাগ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯২ দশমিক ৩১ ভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রণালয় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফল অনুযায়ি, জেএসসি পরীক্ষায় ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯০দশমিক ৩৯  ভাগ। রাজশাহী বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৪৭ ভাগ। বরিশাল বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৬ ভাগ। সিলেট বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৯ ভাগ। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫১ ভাগ। যশোর বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ভাগ ৪৪।  দিনাজপুর বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৫২ ভাগ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৬ ভাগ। বিদেশি কেন্দ্রে পাসের হার ৯২ দশমিক ৩১ ভাগ।

আটটি সাধারণ বোর্ডে মোট ১৯ লাখ ২৯ হাজার ৯৯ জনের মধ্যে পাস করেছে ১৭ লাখ ২৯ হাজার ৯৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৭ হাজার ৫০২ জন। মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪৩ হাজার ১৯০ জনের মধ্যে পাস করেছে ৩ লাখ ১৭ হাজার ৩১২ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭০১ জন।

গত ১ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। বিদেশের ৮টি কেন্দ্রসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।