যশোরের ৬ পৌরসভায় ভোটগ্রহণ চলছে


প্রকাশিত: ০৪:২৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

যশোরের ছয় পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন।

যশোরে যে ছয়টি পৌরসভায় নির্বাচন হচ্ছে সেগুলো হলো- যশোর, চৌগাছা, মণিরামপুর, বাঘারপাড়া, কেশবপুর ও নওয়াপাড়া। ছয় পৌরসভায় ২০ জন মেয়র প্রার্থী, ২০৩ জন কাউন্সিলর প্রার্থী ও ৪৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয় পৌরসভার ১২৬ কেন্দ্রে ২ লাখ ৪৪ হাজার ৬০৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কেন্দ্রগুলোর মধ্যে ১০১টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন যশোর পুলিশের মুখপাত্র।

এদিকে, ভোটগ্রহণের আগে বুধবার ভোরে চৌগাছায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এসএম সাইফুর রহমানের পক্ষে টাকা দিয়ে ভোট কেনার সময় ২০ হাজার টাকাসহ আনোয়ার হোসেন নামে এক কর্মীকে আটক করেছে। চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।