বঙ্গবন্ধুর জম্মদিনে স্বাস্থ্যসেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী বছর থেকে প্রতি বছর সারাদেশে ‘স্বাস্থ্য সেবা সপ্তাহ’ পালন করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জনগণের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করেন।
সভায় দেশের সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স সুবিধা গ্রহণের জন্য মোবাইল ফোনে সেবা প্রদানের সিদ্ধান্ত হয়। যে কোনো মোবাইল ফোন থেকে ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করে যে কোনো ব্যক্তি সহজে যেন অ্যাম্বুলেন্স সেবা পেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশের সকল সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দেন মন্ত্রী। এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানদেরকে স্বেচ্ছায় এই সেবায় অংশ নিতে আহ্বান জানানোর জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
দেশের ৩১টি সরকারি মেডিকেল কলেজে বিশেষজ্ঞ শিক্ষকের সংকট দূর করতে অবসর গ্রহণকারী অভিজ্ঞ শিক্ষকদেরকে চুক্তিভিত্তিক বা সম্মানী প্রদান ভিত্তিতে ঢাকার বাহিরে বিভিন্ন কলেজে শিক্ষক হিসাবে নিয়োগ দেয়ার উদ্যোগ গ্রহণ করার বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় ইন্টার্নি চিকিৎসকদের প্রশিক্ষণকাল দুই বছর নির্ধারণ করা, কমিউনিটি ক্লিনিক বা উপজেলা থেকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য রেফারেন পদ্ধতির প্রবর্তন, অ্যানেস্থেসিস্ট সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়েও আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসির চেয়ারম্যান, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষগণসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমইউ/এসকেডি/পিআর