মুম্বাই জয় করল আসিফ খানের দ্য পোস্টার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য ছবি ‌‌‘দ্য পোস্টার’ পুরস্কৃত হয়েছে মুম্বাইয়ে। সেখানে ‘ইয়াপ টিভি শর্ট ফিল্ম কন্টেস্ট-২০১৫’র বিজয়ী হয়েছে ছবিটি। পুরস্কারস্বরূপ এর নির্মাতা ও প্রযোজক আসিফ খানের হাতে ১ লক্ষ রুপি তুলে দেন বলিউড স্টার অভিষেক বচ্চন।

জহির রায়হানের গল্প অবলম্বনে নির্মিত পোস্টার ছবিটি প্রতিযোগিতায় ৪০৭টি ছবি পিছনে ফেলে সেরা বিশে জায়গা করে নেয়। অতঃপর বিচারকদের রায় এবং অনলাইনের দর্শক ভোটে বিজয়ী হয় ‘দ্য পোস্টার’। বিচারকের আসনে ছিলেন আনুরাগ কাশ্যাপ, সুধির মিস্রা এবং কেতান মেহতা।

অবশেষে ২৩ ডিসেম্বর মুম্বাই জে-ডাব্লিও ম্যারিওটে পুরস্কারস্বরুপ আসিফ খানের হাতে ১ লক্ষ রুপি তুলে দেন বলিউড স্টার অভিশেক বচ্চন, নির্মাতা সুধির মিস্রা এবং ইয়াপটিভি পরিচালক।

পোস্টার ছবি নিয়ে পরিচালক জানিয়েছেন মুম্বাইতে পোস্টার বাংলা ছবি এবং বাংলাদেশের ছবি হিসেবে প্রশংসিত হয়েছে। দি পোস্টার এখন পর্যন্ত ১০টি পুরস্কার এবং ২৫টি অফিসিয়াল সিলেকশন পেয়েছে। ভারতে ছাড়াও ছবিটি প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়া, জার্মানি, তুর্কি ও গ্রিসে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।