ছুটির আবেদনে ইংরেজিতেও নাম লেখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৬ অক্টোবর ২০২১

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের যেকোনো ধরনের ছুটির আবেদনপত্রে আবেদনকারীর নামের বানান বাংলা এবং ইংরেজিতে লেখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৬ অক্টোবর) মাইশির সরকারি কলেজ শাখা-১ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিভিন্ন দপ্তর থেকে আগত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের যেকোনো ধরনের ছুটির অগ্রায়নপত্রে আবেদনকারীর নামের বানান বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় লিখে পাঠানোর জন্য সরকারি কলেজের সব অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এমএইচএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।