আইটিতে দক্ষ জনশক্তি গড়ার আহ্বান রাষ্ট্রপতির

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

তথ্য প্রযুক্তিতে জ্ঞানসমৃদ্ধ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সর্বোচ্চ প্রয়াস চালানোর জন্য সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে তথ্য প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।