কালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার


প্রকাশিত: ০২:৫২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তির আচরণবিধি লঙ্ঘণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে উল্টো নৌকা প্রতীকের সমর্থকদের হয়রানি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে প্রত্যাহার করে নিয়েছেন জেলা প্রশাসক।

সোমবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয়ে বলে নড়াইল জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বিষয়টি স্বীকার করেছেন।
 
জানা যায়, এর আগে আ.লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা কালিয়া পৌর নির্বাচনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। রোববার আনুমানিক রাত ৯.৪৫ টায় নৌকা প্রতীকের ক্ষুদ্ধ সমর্থকরা পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে অপসারণের দাবিতে কালিয়ায় বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ মুঠোফোনে জানান, যেহেতু ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে বিতর্ক হচ্ছে, তাই তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

হাফিজুল নিলু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।