নদীপথে চলাচলের দোয়া

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

মানুষ প্রয়োজনের তাগিদে বাসা-বাড়ি থেকে বাহিরে, বাহির থেকে বাসা-বাড়ীতে আসা যাওয়া করে। কেউ সড়ক পথে আবার কেউ নদী পথে। নদীপথে নৌকা বা জাহাজে চলাচলের জন্য রয়েছে কিছু নিয়ম-কানুন ও দোয়া। সবার জন্য তা তুলে ধরা হলো-

নদীপথে যানবাহনের আরোহনের দোয়া-
Doa

উচ্চারণ : বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। (সুরা হুদ : আয়াত ৪১)
অর্থ : আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ন, মেহেরবান।
উৎস-
হজরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেয়া হয়েছিল যে, বেঈমান-কাফিরদেরকে বাদ দিয়ে আপনার পরিবারবর্গ ও ঈমানদারদের নৌকায় তুলে নিন। নূহ আলাইহিস সালাম করলেনও তাই। বন্যা এসে গেলে তিনি জাহাজে উক্ত দোয়া পাঠ করেন।

যানবাহনে আরোহনের সময় প্রাসঙ্গিক সুন্নাত-
ক. যানবাহনে উঠার সময় ‘বিসমিল্লাহ’ বলে পা রাখা। (তিরমিজি)
খ. যানবাহনের উঠার পর স্থির হলে বা বসার পর ‘আলহামদুলিল্লাহ’ বলা তার পর আরোহনের দোয়াটি পড়া। (তিরমিজি)
গ. দোয়া পড়ার পর তিনবার ‘আলহামদুলিল্লাহ’ এবং তিনবার ‘আল্লাহু আকবার’ বলা। (তিরমিজি)
ঘ. সর্বশেষ এ দোয়া পাঠ করা- ‘সুবহানাকা ইন্নি জালামতু নাফসি জুলমান কাছীরান ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা।’ (তিরমিজি)

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।