নোবেল শান্তি পুরস্কারের যোগ্য ব্ল্যাটার: পুতিন


প্রকাশিত: ০৭:১২ এএম, ১৮ ডিসেম্বর ২০১৫

গত মে-জুনে ফিফায় দুর্নীতিবিরোধী অভিযান যখন শুরু হলো তখনই ফিফার বহিস্কৃত প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের পাশে দাঁড়িয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছিলেন, ব্ল্যাটারকে শান্তি পুরস্কার দেয়া উচিৎ।

এবারও যখন দুর্নীতির দায়ে ব্ল্যাটার ফিফার এথিক্স কমিটি কর্তৃক ৯০ দিনের জন্য বহিস্কার হলেন এবং দুর্নীতি প্রমান হওয়া সাপেক্ষে আরও দীর্ঘমেয়াদী বহিস্কারাদেশের সামনে দাঁড়িয়ে, ঠিক তখনই ব্ল্যাটারের পাশে দাঁড়ালেন বিশ্বের প্রবল পরাক্রমশালী রাশিয়ার প্রেসিডেন্ট।

এবারও পুতিন সুপারিশ করলেন, সেপ ব্ল্যাটারকেই নোবেল শান্তি পুরস্কার দেয়া উচিৎ। ভ্লাদিমির পুতিনের ভাষায়, ‘বিশ্বজুড়ে মানবকল্যাণের কাজে ব্ল্যাটার সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাকে অবশ্যই নোবেল শান্তি পুরস্কার দেয়া উচিত।’

মজার বিষয় হলো, পুতিন যখন ব্ল্যাটারের নামে নোবেল শান্তি পুরস্কারের সওয়াল করছেন, তখনই আবার ব্ল্যাটারকে ফিফার এথিক্স কমিটির বিচারক জর্জ হ্যান্স-জোয়াকিম একার্টের সামনে হাজির হতে হয়েছিল, ফিফা দুর্নীতি নিয়ে তদন্তের জন্য। ২০১১ সালে উয়েফা প্রেসিডেন্ট (বহিস্কৃত) মিচেল প্লাতিনিকে ১.৩৫ মিলিয়ন পাউন্ড অর্থ দেয়ার কারণ অনুসন্ধান করতেই এই তদন্ত।

আগামী ফেব্রুয়ারিতেই ফিফার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন সেপ ব্ল্যাটার। গত অক্টোবরেই অবশ্য তিনি রাশিয়ান সংবাদ সংস্থা তাসকে (টিএএসএস) দেয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, ভোট হওয়ার আগেই ২০১৮ বিশ্বকাপের আয়োজক ভেন্যু হিসেবে রাশিয়াকে নির্ধারণ করে নিয়েছিলেন ব্ল্যাটার।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।