গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুরে জবাই করা অজ্ঞাত পরিচয়ের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে লাল সোয়েটার এবং কালো রংয়ের প্যান্ট রয়েছে।
শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার ছায়াতল মার্কেটের কাছে ব্রিজের পূর্ব পাশে বিলের রাস্তায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
সকালে জয়দেবপুর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল করেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জাগো নিউজকে জানান, নিহতের গলা জবাই করা এবং বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
মো.আমিনুল ইসলাম/এমজেড/পিআর