বিদ্যালয়ে প্রস্তুত ‘আইসোলেশন রুম’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১

‘আইসোলেশন রুম’ প্রস্তুত করে রেখেছে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই প্রস্তুতি।

সরেজমিনে দেখা যায়, স্কুলের নিচতলার একটি রুমের দরজার সামনে লেখা ‘আইসোলেশন রুম’। দরজা খুলেই দেখা যায়, একপাশে একটি বেড রাখা। অন্য পাশে একটি টেবিল ও চেয়ার রাখা, যেখানে বসবেন চিকিৎসক। এছাড়া অসুস্থ হলে আনা-নেওয়ার জন্য রয়েছে হুইলচেয়ার।

জানতে চাইলে বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বলেন, শিক্ষার্থীদের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। তারপরও কোনো শিক্ষার্থী যদি অসুস্থতাবোধ করে তাদের দ্রুত আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা হিসেবে আলাদা রুমে বেড স্থাপন করেছি।

jagonews24

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে তার জন্য গেটে প্রবেশ করা থেকে শুরু করে স্কুল থেকে বের হওয়া পর্যন্ত, বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন।

এদিকে রোববার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তাই নানা প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

আরএসএম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।