মাশরাফির ইনিংসটাই বদলে দিয়েছে সব : সালাউদ্দিন


প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের কাছে অসহায় আত্মসমর্পণ। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১০ রানে অলআউট। পরের ম্যাচে চিটাগাং ভাইকিংস ১৭৬ রানের পাহাড় দাঁড় করালো তাদের সামনে। ৫৪ রানে তিন উইকেট হারানো দলের ব্যাটসম্যানদের মানসিকভাবে চাঙ্গা করতেই পাঁচে নেমে আসলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর বাকিসব ইতিহাস। অপরাজিত ৫৬ রান করে দলকে জিতিয়েই তবে মাঠ ছাড়লেন কুমিল্লার অধিনায়ক। ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কুমিল্লার দলের কোচ সালাউদ্দিন জানালেন, মাশরাফির ওই ইনিংস থেকেই ভিক্টোরিয়ান্সের স্বপ্নযাত্রা শুরু।

সোমবার রাজধানীর এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমার মনে হয় সব কিছু ভালোই যাচ্ছে। তবে শুরু থেকে মনে হয়েছিল, আমরা যেমন দল গড়তে চেয়েছি তা হয়নি। ভারসাম্য নিয়ে সংশয় ছিলো। বিদেশি কয়েকজন ক্রিকেটার আসার পর ভারসাম্যটা ঠিক হয়েছে। আমার কাছে মনে হয় যে, আমাদের দল পুরো ছন্দে উঠেছে মাশরাফির ওই ইনিংসের (অর্ধশত করে জেতানো) পরই। ওই ইনিংসটা যদি সে না খেলতো। তাহলে আমাদের দলের আত্মবিশ্বাস ফিরে আসতো না। ওই ইনিংসের পর থেকেই মনে হতো, আমরা মাঠে নামলেই জিতবো।’

দলের উপর মাশরাফির প্রভাব বর্ণনা করতে গিয়ে সালাউদ্দিন আরও বলেন, ‘আমরা যারা আছি, সবার পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দলের সবার সঙ্গে মাশরাফির সম্পর্ক খুব ভালো। ও জাতীয় দলের অধিনায়ক, তারপরও জুনিয়র ছেলেদের সঙ্গেও ও দারুণভাবে মিশে যেতে পারে। মাশরাফির দলে থাকাটা অনেক বড় ব্যাপার। ও অনেক বড় নেতা। ওর কথা সবাই শোনে। ওর কারণে আমার কাজ অনেক কমে যায়। ওর কারণে দলের সবাই খুব অনুপ্রাণিত হয়।’

মাশরাফি ছাড়াও অন্যসব খেলোয়াড়কে দলের পারফরমেন্সের জন্য কৃতিত্ব দিলেন সালাউদ্দিন। বিশেষ করে পাকিস্তানি আসহার জাইদির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সে অসাধারণ পারফর্ম করেছে। আমাদের অলরাউন্ডারের যে ঘাটতি ছিলো, সে তা পুষিয়ে দিয়েছে। আমরা এতোটা আশাই করিনি ওর কাছ থেকে। সে তার পুরোটা দিয়ে খেলেছে। নিজের শতভাগ ঢেলে দিয়েছে। দলে যে বিদেশি ক্রিকেটাররা আছেন, তারা আমাদের স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে দারুণভাবে মিশে গেছে। তাতে করে আমাদের টিম স্পিরিট বেড়ে গেছে কয়েকগুণ।’

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় ৬টায় ফাইনালে বরিশাল বুলসের মোকাবেলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।