বাণী-বচন : ১২ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:০৪ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

ক্রোধ
কথাবার্তায় ক্রোধের পরিমাণ আহর্যের লবনের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, আর অপরিমিত হলে ক্ষতিকারক। – প্লেটো

ভঙ্গুর বরফের মতো ক্রোধ সময় হলে আপনি গলে যায়। - ওভিড

হাতীকে ক্রোধ দ্বারা জয় করা যায় না। - জন উইলসট

লুকানো ক্রোধই সবচেয়ে বেশি ক্ষতিকর। - সেনেটা

মানুষ ক্রোধের বশবর্তী হয়ে যা বলে তা হাল্কাভাবে গ্রহণ করো। - রানী মেরী

বচন
খেতে বসলে কিসের দায়,
পাকনা ধান কি জলে খায়।
অর্থ : সমস্ত দায়-দায়িত্ব ভুলে গিয়ে নিশ্চিত মনে আহার করা উচিত- এ অর্থে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।