নারী টি-টোয়েন্টিতেও ভারত-পাকিস্তান


প্রকাশিত: ০২:৪২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

পুরুষ ক্রিকেটের মত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও উত্তাপ ছড়িয়ে পড়লো সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে। কারণটা খুবই সহজ, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেদিন ধর্মশালায় আফ্রিদিরা মুখোমুখি হবে ধোনিদের, সেদিনই দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের নারীরা মুখোমুখি হবে ভারতীয় নারী ক্রিকেটারদের। দিনটি, ১৯ মার্চ।

পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই পর্বে। শুরু হবে ৮ মার্চ। শেষ হবে ৩ এপ্রিল। তবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এক পর্বেই। ১৫ মার্চ শুরু, শেষ হবে ৩ এপ্রিল। এবারই একই সঙ্গে, একই তারিখে নারী ও পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে।

পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটে একই গ্রুপে পড়লো দুই চির-প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তাদের অপর দুই প্রতিপক্ষ। প্রথম রাউন্ড থেকে কোয়ালিফাই করে উঠে আসবে আরেকটি দল।

নারী টি-টোয়েন্টির সূচিতেও ভারত-পাকিস্তান একই গ্রুপে। এই গ্রুপে রয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। বাংলাদেশকে দিয়ে শুরু হবে নারীদের বিশ্ব লড়াই। প্রতিপক্ষ স্বাগতিক ভারত। তবে পুরুষ ক্রিকেটের মত নারী ক্রিকেটেও সব আলো ইতিমধ্যে কেড়ে নিয়েছে ১৯ মার্চের ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ। মুশকিল হলো ওইদিন মানুষ ধর্মশালায় চোখ রাখবে নাকি দিল্লির ফিরোজশাহ কোটলায়!

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।