`ভারতই চায় না পাকিস্তানের সঙ্গে খেলতে`


প্রকাশিত: ০৯:১২ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

পাক-ভারত সিরিজটি যে খেলতে চায় আর কে খেলতে চায় না, সেটা খালি চোখেই দেখা যায়। সিরিজটি নিয়ে আন্তরিকতার অভাব কার কম কার বেশি সেটাও বোঝা যায়। শেষ পর্যন্ত মুখ ফুটে সেটাই জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি জানিয়েছেন, `সত্যি কথা হলো, ভারতই চায় না পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে।`

শাহরিয়ার খান বাধ্য হয়েই এমন মন্তব্য করেছেন। একদিনে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সফর করছেন পাকিস্তান এবং সিরিজ নিয়ে কোন আলোচনাই করছেন না, অপরদিকে ভারতে বসে ব্যাক্তিগত মতামত বলে বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর জানিয়ে দিলেন, পাকিস্তানের সঙ্গে খেলা ঠিক হবে না ভারতের- তখন শাহরিয়ার খান থেকে শুরু করে সিরিজ নিয়ে আশাবাদীরা হতাশ হতেই পারেন।

শাহরিয়ার খান বলেন, `আমরা আশা করেছিলাম সুষমা স্বরাজের এই সফরে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট সম্পর্কের জট খুলবে। এ নিয়ে আলোচনা হবে। কিন্তু সে সবের কিছুই হলো না।`

ভারতের ক্রিকেট পাগল প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সিরিজটি খেলার বিষয়ে অনুমতি আগেই দিয়ে দিয়েছেন। কিন্তু ভারত সরকার এখনও পর্যন্ত `হ্যাঁ` কিংবা `না` কিছুই বলেনি। যদি সিরজটা না’ই হয়, তাহলে পাকিস্তানেরই অনেক ক্ষতি হয়ে যাবে। এ কারণে শাহরিয়ার খান বলেন, `আমরা তো খেলতেই চেয়েছিলাম। কিন্তু ভারতই কখনওই আমাদের সঙ্গে ইতিবাচক মনোভাব দেখায়নি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে সিরিজটি আয়োজনের বিষয়ে। এখন আর আমাদের হাতে কোন সময় নেই এই সিরিজটি আয়োজনের বিষয়ে।`

শাহরিয়ার খান এটাও জানিয়ে দিয়েছেন যে, তারা আর একদিন কিংবা দু’দিন অপেক্ষা করবেন। এর মধ্যে যদি ভারত খেলতে রাজি না হয়, তাহলে তারাই সিরিজটি স্থগিত কিংবা বাতিল ঘোষণা করবেন।

আইএইচএস/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।