একনেকে ১০ প্রকল্প অনুমোদন
গভীর সমুদ্রবন্দরে নোঙর করা ভেসেল থেকে আমদানিকৃত অপরিশোধিত তেল সহজে ও কমসময়ের মধ্যে খালাস করার জন্য ‘ইনস্টলেশন অব সিঙ্গল পয়েন্ট মরিং উইথ ডাবল পাইপ লাইন প্রকল্পসহ ৭হাজার ২শত ৭৬ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প একনেক এর পঞ্চদশ বৈঠকে অনুমোদন পেয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে বলেন ,দেশের অনগ্রসর জনগোষ্ঠীর আর্থিক নিরপত্তা এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে সরকার বদ্ধপরিকর । সরকার একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে । গ্রগতির এ ধারা অব্যহত থাকলে ২০২১সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান ,একনেক অনুমোদিত প্রকল্পসমূহ জাতীয় প্রকল্প অন্যকোন আইনের সাথে তা সাংঘর্ষিক নয় । তিনি জানান ৪ হাজার ৯শত ৩৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ‘ইনস্টলেশন অব সিঙ্গল পয়েন্ট মরিং উইথ ডাবল পাইপ লাইন প্রকল্পটি বাস্তবায়িত হলে ৫ থেকে ৬ বছরের মধ্যে প্রকল্পের খরচ উঠে আসবে বলে ।
এ ছাড়া পাইপ লাইনের মাধ্যমে বন্দর থেকে রাজধানীসহ পর্যায়ক্রমে তেল সরবরাহ করার বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনাধীন বলে মন্ত্রী উল্লেখ করেন । এ প্রকল্পটির প্রাক্কলতি ব্যয় ৪৯৩৫ দশমিক ৯৭ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৯২০ দশমিক ৮৭ কোটি টাকা, প্রকল্পসাহায্য ৩৯০৩ দশমিক ২০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবলি ১১১ দশমিক ৯০ কোটি টাকা। এটি বিদ্যুৎ, জ্বালানি খিনিজ সম্পদ মন্ত্রণালয়রে আওতায় বাংলাদশে পট্রেোলিয়াম কর্পোরশেনের পক্ষে ইস্টার্ন রিফাইনারি লিমিটিডে (ইআরএল)।
এসএ/এআরএস/পিআর/এসকেডি