ঢাবির কবি সুফিয়া কামাল হল বৃত্তি ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি


প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল বৃত্তি ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি করা হয়েছে। এ লক্ষ্যে হলের প্রভোস্ট অধ্যাপক ড. নীলুফার নাহার ২০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। হলের নিজস্ব আয় থেকে অনুদানের এই চেক প্রদান করা হয়।
 
সোমবার উপাচার্য দফতরে এই চেক হস্তান্তর করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক  ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান এবং হলের আবাসিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের এক শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়া, হলের অসচ্ছল ও মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।

এমএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।