অনার্স ফাইনালের ফল পুনঃনিরীক্ষণের সময় কমলো


প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ফল পুনঃনিরীক্ষণের সময় ও আবেদন ফি কমিয়ে আন হয়েছে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৩ সালের অনার্স চতুর্থ বর্ষের ফল গত ৩০ নভেম্বর প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফল পুনঃনিরীক্ষণের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। এ সময় কমিয়ে ১০ ডিসেম্বর করা হয়েছে। একই সঙ্গে আগে ফল পুনঃনিরীক্ষণের নির্ধারিত ফি আটশ` টাকা থেকে কমিয়ে একশ` টাকা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে চাইলে তাকে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় ফি জমা দিয়ে আবেদন করতে হবে। পরীক্ষার্থী নিজেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে পে-ইন স্লিপ ডাউনলোড করতে পারবে।

এনএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।