বিদ্যালয়ে গরু-ছাগল বাঁধলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৭ জুন ২০২১

করোনা মহামারির কারণে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। খালি পড়ে রয়েছে বিভিন্ন বিদ্যালয় ভবন। এ সুযোগে স্কুলের বারান্দায় এবং কক্ষে গরু-ছাগল বেঁধে রাখা হচ্ছে। শুধু তাই নয়, গরু-ছাগলের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।

সংবাদমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর স্কুলের আঙিনায় ও ভবনে গরু-ছাগল না রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বিভাগীয় অফিসের মাধ্যমে সকল জেলা শিক্ষা অফিসারকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো নির্দেশনা বলা হয়, ‘কিছু কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ও মাঠে গরু-ছাগল সংরক্ষণ এবং চড়ানো হচ্ছে। এছাড়া কোনো কোনো শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয় মাঠে এনে একত্রিত করে পাঠদান করাচ্ছেন। আবার অনেক শিক্ষক একটি বাড়িতে গিয়ে আশপাশের বাড়ির শিক্ষার্থীদের জড়ো করে পাঠদান দিচ্ছেন, যা বিধি সম্মত নয়। এটা নির্দেশনার পরিপন্থী কার্যক্রম। এমতাবস্থায়, জেলায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

অধিদফতরের এমন নির্দেশনার পর বৃহস্পতিবার (৩ জুন) সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলা শিক্ষা অফিসে এসব নির্দেশনা জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করার নির্দেশ দেয়া হয়।

জানা গেছে, দেশের সকল বিভাগীয় অফিস থেকে জেলা শিক্ষা অফিসকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, দেশের সকল জেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিষয়টি মনিটরিং করার নির্দেশনা দেয়া হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বরগুনা জেলার বেতাগী উপজেলার ৯৯ নং ঝিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকটি কক্ষ গরুর ঘর করে রেখেছে স্থানীয় প্রভাবশালী বাসিন্দারা। স্কুলের চারপাশে ঝোপঝাড় আর ময়লা-আবর্জনায় আচ্ছন্ন। প্রতিটি কক্ষই গরু-ছাগলের দখলে। প্রতিটি শ্রেণি কক্ষে ৩-৫টি করে গরু বাঁধা রয়েছে। আর বিদ্যালয়ের ছাদের ওপরে চলে তাস খেলার আড্ডা।

সংবাদমাধ্যমে প্রকাশ এমন একটি সংবাদ প্রাথমিক শিক্ষা অধিদফতরের নজরে আসে। এছাড়াও দেশের আরও কিছু জেলায় এ ধরনের ঘটনা হচ্ছে বলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে লিখিত অভিযোগ আসে অধিদফতরে।

এমএইচএম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।