এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০২ জুন ২০২১

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মে (২০২১) মাসের এমপিও’র চেক ছাড় হয়েছে।

বুধবার (২ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বেতন-ভাতা তোলার শেষ দিন ৭ জুন। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওর শিট ডাউনলোড করতে হবে।

বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংক (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ১১ জুন পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

এমএইচএম/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।