আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মত বাংলাদেশের ছয়জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে বাংলাদেশ সময় সকাল ৮টায় অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন, তাহমিদ মোসাদ্দেক, তাহমিদ মোসাদ্দেক ফয়জুর রহমান আইডিয়াল স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। ফারদীম মুনির, স্যার জন উইলসন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। মো.ফারহান রওনক বগুড়া আর্মড পুলিশ  ব্যটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড  কলেজের দশম শ্রেণির ছাত্র।

IJSO-team

রুবাইয়্যাত ইকোলো রুবাইয়্যাত, ইকোলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দশম শ্রেণির ছাত্র। সালসাবিল আশরাফ পড়ছে ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজের দশম শ্রেণিতে। শামসাদ এরাম, ঢাকার এসএফএক্স গ্রিণ হেরাল্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
 
উল্লেখ্য যে, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এই বছরের ২০ আগস্ট প্রথম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আয়োজন করে। অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে পর্যায়ক্রমিক ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হয়।

দল নেতা হিসেবে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী, ব্র্যাকের শিক্ষা গবেষক ফারহানা মান্নান এবং এসপিএসবির সহকারী একাডেমিক কো-অর্ডিনেটর শিবলি বিন সারোয়ার। আগামী ১১ ডিসেম্বর অলিম্পিয়াডের সমাপ্তি হবে।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।