ইউজিসিতে ফ্যাব ল্যাব সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:১২ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

ফেব্রিকেশন ল্যাবরেটরির (ফ্যাব ল্যাব) সম্ভাবনা শীর্ষক এক কর্মশালা বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্মশালার সভাপতির বক্তব্যে  ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাব ল্যাব-এর দেশব্যাপি বাস্তবায়ন ছাত্রদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত সম্পর্কে তাদের স্বাভাবিক কৌতুহল জাগ্রত করতে উদ্বুদ্ধ করবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী ধারণা সৃষ্টি হবে যা বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করবে। ইতোমধ্যে ফ্যাব ল্যাব এশিয়া এবং আফ্রিকার কিছু দেশে কাজ করছে।

কর্মশালয় আরও বক্তব্য রাখেন রিসোর্স পারসন মিস শেরি লেসিটার, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ড. গৌরঙ্গ চন্দ্র মহান্ত, উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মোখলেছুর রহমান।

উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ ফারুক, মিস আফসানা চৌধুরী। কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংক এবং ইওকো সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট নাগাসিমা।

এনএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।