পৌর নির্বাচন বর্জনের সিদ্ধান্ত কাদের সিদ্দিকীর দলের


প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌর নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন দল কৃষক শ্রমিক জনতা লীগ। রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলাপ-আলোচনা ছাড়াই পৌর নির্বাচনের বিধিমালা পরির্বতন, সংশোধন এবং প্রায় সকল রাজনৈতিক দল পৌর নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করার সত্ত্বেও নির্বাচন কমিশন তাতে কোনো কর্ণপাত না করায় অভিযোগ তুলে আসন্ন পৌর নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভার প্রস্তাবে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলাপ-আলোচনা ছাড়াই পৌর নির্বাচনের বিধিমালা পরির্বতন, সংশোধন এবং প্রায় সকল রাজনৈতিক দল পৌর নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করার সত্ত্বেও নির্বাচন কমিশন তাতে কোনো কর্ণপাত করেনি। এরকম স্বৈরাচারী মনোভাবাপন্ন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাই কৃষক শ্রমিক জনতা লীগ আসন্ন পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।