শাবিতে ক্যাফেটরিয়ায় খাবারের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় খাবারের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মিছিলটি ক্যাম্পাসের অজুর্নতলা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবি শাখার আহ্বায়ক অপু কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা,শাবিপ্রবি শাখার সাবেক আহ্বায়ক অনীক ধর, ইশরাত রাহি রিশতা, তৌহিদুজ্জামান জুয়েল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ক্যাফেটরিয়ায় খাদ্য দ্রব্যের কোনো মূল্য না থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছামতো দাম নেয়া হয়। খাবারের মানও অনেক কম। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণের বিষয়টি বিবেচনায় রেখে খাবারের মান নির্ধারণ করতে হবে। খাবারের মান বাড়াতে ক্যাফেটরিয়ায় প্রশাসনকে পর্যাপ্ত ভর্তুকি দিতে হবে।
আব্দুল্লাহ আল মনসুর/এমজেড/পিআর