কুমিল্লা মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ
শিক্ষার্থীদের মারধরের অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করেছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার শিক্ষার্থীরা ক্লাস ও খণ্ডকালীন পরীক্ষা বন্ধ করে দিয়ে কলেজের একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেছে।
পঞ্চম বর্ষের এক শিক্ষার্থী জানান, সামান্য বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে অধ্যক্ষ শিক্ষার্থীদের মারধর করছেন। কখনো হোস্টেলে গিয়ে লাঠি দিয়ে, ক্লাস রুমে গিয়ে স্কেল দিয়ে কিংবা তার কক্ষে ডেকে নিয়ে চড়-লাথি মারেন।
মঙ্গলবারও প্রথম ব্যাচের কিছু শিক্ষার্থীকে মারধর করেন। এ সময় অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।